যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ২০০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করে, তবে তাদের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
আল জাজিরা ও সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে চীন। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা দেয়। এই উপাদানগুলো প্রযুক্তিপণ্য, বিশেষ করে সেমিকন্ডাক্টর তৈরিতে গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা এসেছে। প্রতিষ্ঠানটি চীনা খনিজের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এদিকে চীনের বিরল খনিজ রপ্তানি গত জুলাইয়ে বেড়েছে। চীনা কাস্টমস জানায়, জুনের তুলনায় জুলাইয়ে আমদানি ৪,৭০০ টন বেশি হয়েছে।
সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন আলোচনার সুযোগ তৈরির জন্য। আগে এই হার ১৪৫ শতাংশে পৌঁছাতে পারত। তবে পূর্বের এক সমঝোতায় তা কমিয়ে ১০ শতাংশে আনা হয়।