Skip to Content

আজ থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

August 27, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

ভারতীয় পণ্যের ওপর আজ (২৭ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। নতুন করে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এই হার হয়েছে। আগের ২৫ শতাংশের সঙ্গে এই অতিরিক্ত শুল্ক যুক্ত করে সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ইতোমধ্যে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ থেকে আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে।

ওয়াশিংটনের দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে মস্কোর ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থ সহায়তা দিচ্ছে ভারত। এর জবাবে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এই শুল্কবৃদ্ধির কারণে ভারতের প্রায় ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি প্রভাবিত হবে, যা দেশটির জিডিপির প্রায় ২.৫ শতাংশের সমান।

Editorialnews24 August 27, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages