গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন রয়টার্সের অভিজ্ঞ ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি। স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় তিনি প্রাণ হারান।
৪৯ বছর বয়সী হুসাম মাসরি যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ তুলে ধরছিলেন, যখন তিনি নিজেও একটি তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবারের ব্যবস্থায় হিমশিম খাচ্ছিলেন। সহকর্মীদের মতে, ভয়াবহ পরিস্থিতির মাঝেও হুসামের সাহস, পেশাদারিত্ব এবং ইতিবাচক মনোভাব তাকে গাজার সংবাদমাধ্যমকর্মীদের মাঝে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ গাজার খান ইউনিসে তার ভাই এজেলদিন আল-মাসরি নিহত সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা ও সরঞ্জামগুলো ধরে রাখেন, যেগুলো দিয়ে হুসাম তার শেষ লাইভ সম্প্রচারটি করেছিলেন।