ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে কোনো সমস্যার সমাধান হয়নি।
আরাঘচি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইরান নয়, ইসরায়েলই দেয়, যা তেহরান গ্রহণ করে। ভবিষ্যতে হামলা হলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং আরব দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।