ভারতের দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ—তার দেহরক্ষীরা এক সমাবেশে এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
বুধবার (২৭ আগস্ট) টাইমস নাউয়ের খবরে বলা হয়, তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় এই মামলাটি দায়ের করেন অভিযোগকারী শরৎকুমার। এতে বিজয় ও তার দেহরক্ষীদের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলাটি হয়েছে।
সম্প্রতি বিজয় তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর দ্বিতীয় সম্মেলনে ঘোষণা দেন, বিজেপি তাদের ‘আদর্শগত শত্রু’ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন। তিনি ডিএমকে-কে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন।
বিজয়ের জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্লেষকরা বলছেন, তার সমাবেশগুলো তামিল রাজনীতির নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি শ্রীলঙ্কার কাছে কাচাথিভু দ্বীপ ফেরত আনার দাবি ও তামিল জেলেদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ডিএমকে সরকারের সমালোচনাও করেছেন, বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায়।