বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশে প্রাণ হারিয়েছেন ৩১০ জন। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগে এবং ১৫২ জন সড়ক দুর্ঘটনায়।
কাংড়া, মান্ডি, চাম্বা, কুল্লু, ও কিন্নৌর জেলায় প্রাণহানির সংখ্যা বেশি। রাজ্যজুড়ে প্রায় ২,৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে, যার মধ্যে সড়ক, পানি সরবরাহ ও বিদ্যুৎ খাতে বড় ধরনের ক্ষতি রয়েছে।
ধসে পড়েছে ৩২৪টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও শতাধিক। মৃত গবাদিপশুর সংখ্যা প্রায় ১,৮০০ এবং ক্ষতিগ্রস্ত হাঁস-মুরগির সংখ্যা ২৫ হাজারের বেশি।
বন্যা ও ধসের কারণে ৬৭০টি রাস্তা বন্ধ রয়েছে, বিচ্ছিন্ন বহু এলাকা। দুর্যোগ মোকাবিলায় কাজ চললেও টানা বৃষ্টিপাতে তা ব্যাহত হচ্ছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।