পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। এটি পেশোয়ার, সোয়াত, মালাকান্ড, সোয়াবি, মনসেহরা এবং গিলগিট বাল্টিস্তানের গাহকুচ এলাকায় অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তরাঞ্চলে একাধিক ভূমিকম্প হয়েছে, যার বেশিরভাগের কেন্দ্র ছিল হিন্দুকুশ অঞ্চল। এ মাসের শুরুতেও ৫.২ মাত্রার একটি ভূমিকম্প ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারে আঘাত হানে।
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটির উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প দেখা যায়।