অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খাবারের সন্ধানে দিশেহারা মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৬৪ ফিলিস্তিনির।
বুধবার (২৭ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। মানবিক সহায়তা কেন্দ্রেও হামলায় নিহত হন ১৩ জন, আর অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন ৩ জন।
গাজা নগরীর একটি জনবহুল বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও পাঁচজন, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া, গাজার নাসের হাসপাতালে বিমান হামলায় ২০ জন নিহত হন, যাদের মধ্যে চারজন সাংবাদিক। প্রথম হামলার পর ঘটনাস্থলে ছুটে এলে দ্বিতীয়বার হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
রয়টার্স জানিয়েছে, এ হামলায় তাদের সাংবাদিক হুসাম আল মাসরি নিহত ও হাতেম খালেদ আহত হন। আহত সাংবাদিকের জন্য দ্রুত চিকিৎসা সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।