আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই রাজধানী বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচারণায় জনরোষের মুখে পড়েছেন। এক র্যালিতে তার ছাদখোলা গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা বোতল ও পাথর নিক্ষেপ করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বোনের বিরুদ্ধে প্রতিবন্ধীদের অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসার পর জনগণের ক্ষোভ বাড়ে।
হামলার সময় মিলেইকে দ্রুত বুলেটপ্রুফ গাড়িতে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় তার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়।
লোমাস দে জোমরা এলাকায় এ ঘটনা ঘটে, যা বিরোধীদলের ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় এক বাসিন্দা জানান, মিলেই সেখানে উসকানিমূলকভাবে গিয়েছিলেন।
উল্লেখ্য, অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।