ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে। পুষ্টিহীনতা ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের অবরোধ ও হামলার কারণে খাদ্য সহায়তা ঢুকতে না পারায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা। বিশেষ করে গাজা সিটি ও উত্তর-মধ্য গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, যা সেপ্টেম্বরের শেষ নাগাদ দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের উপপ্রধান জয়েস মুসুইয়া বলেন, পাঁচ লাখের বেশি মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে আছেন, যা দ্রুত ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ৪৩ হাজার শিশু জীবন সংকটে পড়তে পারে।
মুসুইয়া এটিকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ বলে অভিহিত করেন। তিনি জানান, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং সংঘাতের পরিণতি।
এদিকে, ইসরায়েল গাজা নিয়ে জাতিসংঘ সমর্থিত দুর্ভিক্ষ প্রতিবেদনের বিরোধিতা করেছে। তবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র বাদে সবাই ওই প্রতিবেদনকে সমর্থন করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।