অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম একসঙ্গে রোজা রাখছেন। একইসঙ্গে রোজার সুন্নতকে জাগ্রত করাও তাদের উদ্দেশ্য।
তুরস্কের ইস্তাম্বুলে এক সম্মেলনে অংশ নিয়ে এই সিদ্ধান্ত নেন তাঁরা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রেসিডেন্ট ড. আলী আল-কারদাঘি জানিয়েছেন, ২৮ আগস্ট সবাই একযোগে রোজা রাখছেন।
তিনি বলেন, গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রেখেছে। এই অবস্থায় তাদের পাশে থাকার প্রতীকী উদ্যোগ হিসেবেই এই রোজা।
সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানানো হয়। পাশাপাশি মুসলিম উম্মাহকে গাজাবাসীর পাশে থাকার এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।