গাজায় স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্যরাষ্ট্র। বুধবার এক যৌথ বিবৃতিতে তারা জানায়, গাজায় চলমান দুর্ভিক্ষ পুরোপুরি মানবসৃষ্ট, যা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে—যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
বিবৃতিতে ইসরায়েলের অবরোধ তুলে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়।
জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসির প্রতিবেদন অনুযায়ী, গাজার অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে, যার মধ্যে পাঁচ লাখের বেশি রয়েছে সর্বোচ্চ সংকট পর্যায়ে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬২,৮৯৫ জন নিহত ও প্রায় ১,৫৯,০০০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।