ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ ও ইসরায়েল ন্যাশনাল নিউজ-এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা শহরের একটি অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় আহমেদ আল-রাহাভি নিহত হন।
এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশনও।
আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম আডেন আল-গাদ জানিয়েছে, ওই হামলায় রাহাভির সঙ্গে আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই হামলাটি ছিল সানার বাইরে আলাদা আরেকটি স্থানে হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠকের সময় চালানো পৃথক হামলা থেকে ভিন্ন। বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে হুথি নেতা আবদুল মালিক আল-হুথির ভাষণ শোনার কথা ছিল।
তবে এখনও নিহত বা আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, আহমেদ আল-রাহাভি গত এক বছর ধরে হুথি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যদিও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন না।
চ্যানেল এন-টুয়েলভ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছিলেন।
আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, সানায় অন্তত ১০টি বিমান হামলা চালানো হয়েছে। কান-এর বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালানো হয়, যেখানে হুথি সরকারের আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।