Skip to Content

গাজা সিটিতে হামলার ঘোষণা ইসরায়েলের, যুদ্ধক্ষেত্র ঘোষণা

August 29, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর গাজা সিটিতে পূর্ণ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, শহরটিতে প্রাথমিক হামলা শুরু হয়েছে এবং গাজা সিটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “আমরা আর অপেক্ষা করছি না। গাজা সিটিতে সামরিক অভিযান শুরু হয়েছে।” তিনি আরও জানান, শহরের উপকণ্ঠে পূর্ণ সামরিক শক্তি নিয়ে সেনা মোতায়েন করা হয়েছে।

এর আগে গাজা সিটিতে সাময়িক যুদ্ধবিরতি বাতিল করে ইসরায়েল। শুক্রবার সকাল ১০টা থেকে শহরটিতে আর কোনো সামরিক বিরতি কার্যকর থাকবে না বলে জানানো হয়।

গত মাসে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় আংশিক যুদ্ধবিরতি কার্যকর করেছিল ইসরায়েল, যাতে কিছুটা ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হয়। তবে নতুন অভিযানের ঘোষণায় সেই সহায়তা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

যদিও আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে, আগস্টের শুরু থেকেই গাজা সিটিতে বোমা হামলা ও গোলাবর্ষণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। উপকণ্ঠে ট্যাংক মোতায়েন ও প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা জড়ো করে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হামলায় শহরের বহু বাসিন্দা গাজার পূর্বাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছেন। এতে করে মানবিক সংকট আরও গভীর আকার ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা

Editorialnews24 August 29, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages