Skip to Content

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি ছাড়াল ৬৩ হাজার

August 30, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার ফলে প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। গত একদিনে কমপক্ষে ৫৯ জন নিহত এবং ২৪৪ জন আহত হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও তীব্র হয়েছে। দক্ষিণে খান ইউনিস, উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ানসহ গাজার বিভিন্ন এলাকায় নির্বিচার হামলা চলছে।

বোমাবর্ষণ ও হামলার কারণে আহতদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় চিকিৎসা না পেয়ে আহতরা মারা যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই।

এছাড়া, শুক্রবার গাজায় দুর্ভিক্ষে ৫ জন মারা গেছে, যার মধ্যে ১২১টি শিশু রয়েছে। খাদ্যাভাব ও অপুষ্টিতে মৃতের সংখ্যা ৩২২ এ পৌঁছেছে।

প্রায় দুই বছর ধরে চলমান এই ইসরায়েলি আগ্রাসনে গাজার মানুষদের উপর হামলার পাশাপাশি ত্রাণ সংগ্রহকারীদেরও আক্রমণ করা হয়েছে, যার ফলে ২,২০৩ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হলেও, তাদের বর্বরতা থেমে নেই, যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলছে।

Editorialnews24 August 30, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages