Skip to Content

অস্ট্রেলিয়াজুড়ে লাখো মানুষের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ

August 24, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইসরায়েলের একের পর এক সমালোচনার জবাবে, অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনের সমর্থনে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

রোববার (২৪ আগস্ট) ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ’ জানায়, অস্ট্রেলিয়ার ৪০টিরও বেশি শহরে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ। তারা গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এই আন্দোলনের পেছনে মূল প্রেক্ষাপট হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাম্প্রতিক ঘোষণা, যেখানে তিনি ফিলিস্তিনকে শর্তসাপেক্ষে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেন। তার এই অবস্থানের পরপরই ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলবানিজকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ‘দুর্বল নেতা’ বলে মন্তব্য করেন। এর জবাবে আলবানিজ জানান, তিনি এসব ব্যক্তিগত আক্রমণকে গুরুত্ব দেন না এবং আন্তর্জাতিক কূটনীতিতে সব দেশের নেতাদের সঙ্গে দায়িত্বশীল যোগাযোগ বজায় রাখাই তার নীতি।

Editorialnews24 August 24, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages