রাজস্থানের উদয়পুরে, ৫৫ বছর বয়সী রেখা এক অভাবী পরিবারে ১৭তম সন্তানের জন্ম দিয়েছেন। তার পরিবার কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে এবং ঋণের বোঝায় জর্জরিত। রেখার স্বামী কাভ্র কালবেলিয়া জানান, তারা একাধিক সমস্যার মুখোমুখি, যার মধ্যে রয়েছে ঋণ পরিশোধের অসুবিধা, খাবার, পড়াশোনা এবং বিয়ের খরচের সংকট। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাদের একটি বাড়ি বরাদ্দ হলেও জমির মালিকানার কারণে সেটি তারা পায়নি।
রেখার সন্তানদের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বর্তমানে তার বাকি সন্তানদের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গেছে, আর তাদের কেউ কেউ এখন সন্তান নিয়ে সংসার করছে। এমন পরিস্থিতিতেও রেখা তার ১৭তম সন্তানকে পৃথিবীতে আনলেন। চিকিৎসকরা তার এই ঘটনাটি জানাজানি হওয়ার পর বিস্মিত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গালবেলিয়া পরিবারের অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।