বাংলাদেশে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা চালু হয়েছে, যা আবেদনের ৫ কর্মদিবসের মধ্যে ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দেবে। তবে এই সেবা গ্রহণ করতে হলে আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা বর্তমানে বাংলাদেশে উপলব্ধ। সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে ভিসা প্রদান করা হয়, যা অভ্যন্তরীণ প্রক্রিয়ায় দ্রুততা আনবে। তবে, এই সুবিধা নিতে হলে আবেদনকারীদের বাড়তি ৫০০ পাউন্ড ফি পরিশোধ করতে হবে।
https://www.gov.uk/faster-decision-visa - বিস্তারিত তথ্য জানতে এই লিংকে যেতে আগ্রহীদের অনুরোধ করা হয়েছে।