ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে আল-মুগাইয়ির গ্রামে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ৩০টির বেশি বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘটনার পর পুরো গ্রাম লকডাউন করে রাখা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, এসব গাছ নিরাপত্তা হুমকি তৈরি করছিল। তবে স্থানীয়দের মতে, এটি পরিকল্পিত উচ্ছেদ নীতির অংশ। জলপাই গাছ ফিলিস্তিনিদের জন্য শুধু ফসল নয়, বরং ঐতিহ্য ও অস্তিত্বের প্রতীক।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৭১ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১২৯ জন শিশু।
ফিলিস্তিনি গবেষক হামজা জুবাইদাত বলেন, এই ধ্বংসযজ্ঞ ১৯৬৭ সাল থেকে চলা একটি দীর্ঘমেয়াদি দখলদার পরিকল্পনার ধারাবাহিকতা। আল-মুগাইয়ির একটি কৃষিনির্ভর গ্রাম এবং ধ্বংস হওয়া জমিগুলো ছিল অঞ্চলটির সবচেয়ে উর্বর জমির মধ্যে।