গাজা সিটিতে হামলার আগে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে নিতে চাপ বাড়াতে ইসরায়েল মানবিক সহায়তা ফেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য গাজা সিটির ৮ লাখেরও বেশি বাসিন্দাকে দ্রুত এলাকা ছাড়ার বার্তা দেওয়া। দক্ষিণের অবকাঠামো বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ গ্রহণের জন্য প্রস্তুত। আগামী ১০ দিনের মধ্যে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হতে পারে।
এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব সাম্প্রতিক ‘কৌশলগত বিরতি’ বাতিলের নির্দেশ দিয়েছে, যা মানবিক সহায়তা প্রবাহের সুযোগ তৈরি করেছিল। তবে, শুধুমাত্র কিছু এলাকায় আংশিক বিরতি বজায় রাখা হবে, যেখানে বেসামরিক লোকদের সমবেত হতে চায় ইসরায়েল।
এদিকে, গাজা সিটিকে 'বিপজ্জনক যুদ্ধক্ষেত্র' ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যেখানে প্রায় ১২ লাখ জনসংখ্যা বসবাস করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে।