গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নতুন করে অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৭ জনই ছিলেন উত্তর গাজা সিটির বাসিন্দা। দখলদার ইসরাইলি বাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং সেখানকার প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করতে অভিযান আরও জোরদার করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ১১ জন ইসরাইলি বাহিনীর হামলার শিকার হন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে মারা গেছেন আরও ১০ জন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা সিটিতে ইসরাইলি বাহিনী পরপর তিনটি হামলা চালিয়েছে। এতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে এবং কমপক্ষে সাতজন নিহত হন। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ থেকে বাঁচতে গাজার সাধারণ মানুষ উত্তর গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তারা আশ্রয় নিচ্ছেন নুসেইরাত শরণার্থী শিবির এবং দেইর আল-বালাহর কাছাকাছি অস্থায়ী তাঁবুতে। বাস্তুচ্যুতদের অনেকেই এরইমধ্যে দুই বা ততোধিকবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ মালাউফ, যিনি এখন তাঁর নয় সদস্যের পরিবার নিয়ে উদ্বাস্তু, বলেন,
“আমরা বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছি। এটাই প্রথম নয়। প্রতি হামলায় আমরা ঘর হারাচ্ছি।”