“ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা”—এভাবেই ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত TVK-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে লক্ষাধিক সমর্থকের সামনে দেওয়া এক জোরালো বক্তৃতায় বিজয় বিজেপিকে ‘ফ্যাসিবাদী শক্তি’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াবো।”
তিনি আরও বলেন, “মোদির সরকার আদর্শগতভাবে আমাদের সম্পূর্ণ বিপরীত। এই সরকার গরিব, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষের অধিকার হরণ করছে।”
বিজয়ের এমন মন্তব্যে শুধু রাজনীতিতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছেন থালাপতি বিজয় ও তার দল TVK।