গাজার হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। শনিবার এক বিবৃতিতে তারা এই তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক মাস আগে ইসরায়েল দাবি করেছিল তাদের সামরিক অভিযানে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে তখন হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দীর্ঘ সময় পর হামাস এখন মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল। সংগঠনটি তার ও আরও কয়েকজন কমান্ডারের ছবি প্রকাশ করেছে যেখানে লেখা আছে ‘শহীদ’। তবে মৃত্যুর সময়, স্থান বা অন্যান্য বিশদ তথ্য জানানো হয়নি।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া। ২০২৪ সালের অক্টোবরে গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তার মৃত্যুর পর গাজায় হামাসের সামরিক নেতৃত্বে আসেন মোহাম্মদ সিনওয়ার।
হামাসের সামরিক শাখার নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সিনওয়ারের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ। তিনি ইতোমধ্যে গাজার উত্তরাঞ্চলে হামাসের সশস্ত্র কার্যক্রম তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে।