গাজার জেইতুন এলাকায় বোমা বিস্ফোরণে আহত ৭ ইসরায়েলি সেনা, নতুন করে সামরিক অভিযান ঘোষণা আইডিএফের
গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) অভিযানের সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।
আইডিএফ জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা হালকা থেকে মাঝারি পর্যায়ের, যাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। বাকি পাঁচজন শুক্রবার (২৯ আগস্ট) রাতে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর আইডিএফ গাজা জুড়ে নতুন করে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে চলমান সংঘাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইতোমধ্যে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি, তবে হামাস সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার ঘোষণা দিয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট