Skip to Content

ইসরাইল ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়: গ্রেটা থুনবার্গ

August 31, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ গাজা পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল ‘ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়’ এবং ‘গাজা দখল করতে চায়’— যা তার মতে একটি সুস্পষ্ট গণহত্যার ইঙ্গিত বহন করে।

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

থুনবার্গ বলেন, এই মুহূর্তে আলোচনার বিষয় নয় আমরা একটি আন্তর্জাতিক মিশন নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করছি, বরং মূল বিষয় হলো ফিলিস্তিনিদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করার যে উদ্দেশ্য তা নিয়ে বিশ্ব আজও নীরব কেন।

তিনি বলেন, ‘গল্পটি ফিলিস্তিনের। গল্পটি হলো কীভাবে মানুষকে ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং কীভাবে বিশ্ব এই অন্যায়ের সামনে চুপ করে থাকতে পারে।’

ইসরায়েলের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি বলেন, "তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে তারা খুব স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়। তারা গাজা দখল করতে চায়।"

থুনবার্গ আরও বলেন, এই বাস্তবতা যদি মানুষকে পদক্ষেপ নিতে, রাস্তায় নামতে এবং সংগঠিত হতে না বাধ্য করে, তাহলে আর কিছুই পারে না। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে প্রভাবশালী এই পরিবেশ আন্দোলনকারী আগেও ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। এবারের বক্তব্যে তিনি সরাসরি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

Editorialnews24 August 31, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages