Skip to Content

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সেইসব দেশকে ধন্যবাদ জানিয়েছে, যারা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবিকতা প্রদর্শন করছে।

রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগট বলেন,

"যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানায়। এর মধ্যে রয়েছে সেখানকার সহিংসতা ও দমন-পীড়নের শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠী। বাংলাদেশ সরকার যে উদারতা ও মানবিকতা দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, আমরা তার উচ্চ প্রশংসা করি।"

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা বসবাস করছিল। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ প্রতিবছর শুধু কক্সবাজারের ক্যাম্পগুলোতেই প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সংকট আরও বেড়েই চলেছে।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages