ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি সংগঠন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা একটি বিমান হামলায় নিহত হয়েছেন। রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এক্সে (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, ‘হামাসের সন্ত্রাসী মুখপাত্র আবু উবায়দা গাজায় নিহত হয়েছে।’ তিনি এই অভিযানে সফলতার জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে অভিনন্দনও জানান।
এর আগে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আবু উবায়দাকে লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছে। তবে তখন তিনি সরাসরি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। এক সরকারি বৈঠকের পর নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসের মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্য করেছি। আশা করি, সে আর আমাদের মধ্যে নেই।’
তবে এ বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।