মেক্সিকোয় নিখোঁজ হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষ, যাদের ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুমের এই ভয়াবহ মানবিক সংকটে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রবিবার রাজধানী মেক্সিকো সিটিসহ বিভিন্ন শহরে নিখোঁজদের পরিবার ও মানবাধিকারকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা নিখোঁজদের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
২০০৭ সালে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর পর থেকেই এই গুমের ঘটনা বাড়তে থাকে। অভিযোগ রয়েছে—মাদকচক্র ছাড়াও নিরাপত্তা বাহিনী এসব গুমের সঙ্গে জড়িত।
নিখোঁজদের খুঁজতে গিয়ে অনেক পরিবার নিজেরাই ঝুঁকির মুখে পড়েছেন, কেউ কেউ আবার নতুন করে নিখোঁজ হয়ে গেছেন।
জাতিসংঘ ইতোমধ্যে এই সংকটকে “মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছে। লাতিন আমেরিকার ইতিহাসে এটি নিখোঁজের অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।