ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন, আহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৫ আগস্ট) ভোররাতে আলিগড় সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রাক্টর উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পেছন থেকে দ্রুতগতির একটি কন্টেনার ট্রাক এসে ট্রাক্টরটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।
নিহতদের মধ্যে একটি শিশু ও দুইজন মহিলা রয়েছেন। আহতদের উদ্ধার করে খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনজনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে।
বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার সিং জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় ব্যবহৃত কন্টেনার ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারপিছু আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।