ইরান সফলভাবে উন্নত প্রযুক্তির ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে। ৩০ আগস্ট উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশটির উপমন্ত্রী ও মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে তৈরি এই উপগ্রহের দ্বিতীয় সংস্করণ কক্ষপথে পাঠানো হবে।
কাওসার-১ উপগ্রহটি রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস, নির্ভুল কৃষি ও ম্যাপিংয়ের কাজে ব্যবহৃত হবে। নতুন ভার্সনের ওজন ৫০ কেজি এবং এটি ৫০০ কিমি সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপিত হবে।
সালারিয়েহ জানান, এটি ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ। দ্বিতীয় সংস্করণে ইমেজিং ও টেলিযোগাযোগ সক্ষমতা বাড়ানো হয়েছে।
ওমিদ-ফাজা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। ইরান আগামীতে আরও উপগ্রহ নির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন দরপত্র দেবে বলেও জানান সালারিয়েহ।