Skip to Content

উন্নত প্রযুক্তির কাওসার-১ স্যাটেলাইট উন্মোচন করল ইরান

August 31, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
ইরান সফলভাবে উন্নত প্রযুক্তির ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে। ৩০ আগস্ট উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশটির উপমন্ত্রী ও মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ।

তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে তৈরি এই উপগ্রহের দ্বিতীয় সংস্করণ কক্ষপথে পাঠানো হবে।

কাওসার-১ উপগ্রহটি রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস, নির্ভুল কৃষি ও ম্যাপিংয়ের কাজে ব্যবহৃত হবে। নতুন ভার্সনের ওজন ৫০ কেজি এবং এটি ৫০০ কিমি সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপিত হবে।

সালারিয়েহ জানান, এটি ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ। দ্বিতীয় সংস্করণে ইমেজিং ও টেলিযোগাযোগ সক্ষমতা বাড়ানো হয়েছে।

ওমিদ-ফাজা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। ইরান আগামীতে আরও উপগ্রহ নির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নতুন দরপত্র দেবে বলেও জানান সালারিয়েহ।

Editorialnews24 August 31, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages