ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নিহত হওয়ার পর, নিরাপত্তার কারণে ইসরায়েল রোববারের দুই মন্ত্রিসভার বৈঠক গোপন স্থানে সরিয়ে নেয়।
বৈঠকে গাজা পরিস্থিতি, নিরাপত্তা বরাদ্দ ও আন্তর্জাতিক ফিলিস্তিনি স্বীকৃতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রিসভা গাজায় আটক জিম্মিদের মুক্তি নিয়ে “বিস্তৃত চুক্তি” নিয়ে আলোচনা করছে, তবে মধ্যস্থতাকারীদের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।
হামাস যুদ্ধ শেষ করে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও নেতানিয়াহু গাজা পুনরায় দখলের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।