পাকিস্তানের পাঞ্জাবসহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। জুনের শেষ থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৮৪০-এর বেশি নিহত হয়েছেন। ভারত তিনটি বাঁধ খুলে দেয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
পিডিএমএ মহাপরিচালক ইরফান আলি কাথিয়া জানান, সুতলেজ, রাভি ও চেনাব নদীর পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পাঞ্জাবের ২২০০ গ্রাম প্লাবিত হয়েছে, সাত লাখ ৫০ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।
মুজাফফরগড়ে ১০৫টি স্কুল ৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং পোলিও টিকাদান স্থগিত করা হয়েছে।