জার্মানির ফ্রাঙ্কফুর্টে শনিবার গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের পক্ষে প্রায় ১০,০০০ মানুষ বিক্ষোভে অংশ নেয়। “ইউনাইটেডফোরগাজা – এখনই গণহত্যা বন্ধ করুন” স্লোগানে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণ আয়োজকদের প্রত্যাশার দ্বিগুণ ছিল।
বিক্ষোভকারীরা জার্মান সরকারের ইসরাইল সমর্থন ও সামরিক সহযোগিতার কঠোর সমালোচনা করেন এবং গাজায় মানবিক প্রবেশাধিকার ও অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানান। স্থানীয় কর্তৃপক্ষ বিক্ষোভ নিষিদ্ধের চেষ্টা করলেও আদালত তা বাতিল করে, কারণ শান্তিপূর্ণ সমাবেশে নিষেধাজ্ঞার যথেষ্ট কারণ নেই।