পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তান (জিবি) অঞ্চলের দিয়ামির জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই হেলিকপ্টারটির ক্রু সদস্য ছিলেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক সরকারি মুখপাত্র।
জিবি সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফিরাক তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানান, দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে ছিলেন হেলিকপ্টারটির দুইজন পাইলট ও তিনজন টেকনিক্যাল স্টাফ (প্রযুক্তিগত কর্মী)। তারা সবাই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
তিনি আরও জানান, হেলিকপ্টারটি সাম্প্রতিক বন্যা ও ভারী বর্ষণের পর গঠিত ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছিল। একটি নতুন হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে মুখপাত্রের ধারণা, এটি সম্ভবত “প্রযুক্তিগত ত্রুটির” ফল।
সূত্র: আনাদোলু এজেন্সি