গাজা সিটিতে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় তাদের হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে।
গাজা সিটির আল-সাবরা এলাকা ও আশপাশে ইসরায়েলি বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়েছে। সেখানে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী ঘরবাড়ি এবং তাবু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, বিমান হামলার ফলে আগুন ধরে গেছে আল-কুদস হাসপাতালের আশপাশে থাকা কিছু অস্থায়ী ক্যাম্পে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
গাজা সিটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে চালানো এই অভিযানে লক্ষ করা হচ্ছে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে বলে দাবি স্থানীয় কর্তৃপক্ষের।