Skip to Content

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের

September 1, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলি হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েকদিন পর তারা এ হামলা চালালো। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জুলাই মাসে দুটি ট্যাংকার ডুবিয়ে দেওয়া ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা লাইবেরিয়ার পতাকাবাহী স্কারলেট রেকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। রবিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, আক্রমণটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন।

অঞ্চলটি পর্যবেক্ষণকারী ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের ক্রুরা ‘তাদের জাহাজের খুব কাছে একটি বিকট শব্দ শুনতে পান।’ তারা আরো জানায়, ‘জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটি তার যাত্রা অব্যাহত রেখেছে।’

হুথিরা শনিবার নিশ্চিত করেছে যে, তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি এবং অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

রবিবার হুথিরা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন কর্মীকে আটক করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদেরকে ‘অবিলম্বে নিঃশর্ত মুক্তি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ইয়েমেন দূত হ্যান্স গ্রুন্ডবার্গ নিশ্চিত করেছেন যে, হুথি বিদ্রোহীরা ২৩ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে কেউ কেউ ২০২১ ও ২০২৩ সাল থেকে আটক আছেন।

হুথিরা দাবি করেছে, ২০২৪ সালের জুন মাসে গ্রেফতারের মধ্যে ‘একটি আমেরিকান-ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক’ অন্তর্ভুক্ত ছিল, যা মানবিক সংস্থাগুলোর আড়ালে কাজ করছিল। জাতিসংঘ এই অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে। -বাসস

Editorialnews24 September 1, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages