ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৬ জন। রোববার সানার প্রেসিডেন্ট প্রাসাদ, একটি তেল সংরক্ষণাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।
হামলার জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানায়, গাজায় চলমান মানবিক সংকট ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে। এই ইসরাইলি হামলা হুথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার দুই দিন পর চালানো হলো।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইসরাইল ও এর নাগরিকদের ওপর হুথিদের অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান চালানো হয়েছে।”
তারা আরও জানায়, হুথি নিয়ন্ত্রিত অবকাঠামোগুলো—যার মধ্যে সানার আসার ও হিজাজ বিদ্যুৎ কেন্দ্র, তেল সংরক্ষণ কেন্দ্র এবং প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি ছিল—এসবই ছিল হামলার মূল লক্ষ্য।