আফগানিস্তানের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে, আহত হয়েছেন অন্তত ২,৫০০ জন।
সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি জালালাবাদ থেকে ২৭ কিমি উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ৮ কিমি গভীরে আঘাত হানে। এরপর আরও তিনটি আফটারশক অনুভূত হয়।
কুনারের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।