আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে ইরান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুনার ও নানগারহার প্রদেশে মৃত্যু হয়েছে ৬২২ জনের, আহত হয়েছেন ১,৫৫৫ জন। লাঘমানেও আরও ৮০ জন আহত হয়েছেন।
কাবুলে ইরানি দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ জানায়, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানকে ত্রাণ ও উদ্ধার সহায়তা দিতে ইরান প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস্মাইল বাঘায়ি বলেন, “আমরা কুনার, নূরিস্তান, নানগারহার ও লাঘমানে প্রাণ হারানোদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তুরস্কও শোক প্রকাশ করেছে এবং জরুরি সহায়তা পাঠিয়েছে।