ভারতের হরিকে ও ফিরোজপুর হেডওয়ার্কস থেকে পানি ছাড়ার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্রু নদী তীরবর্তী ৯টি জেলায় উচ্চ বন্যার সতর্কতা জারি করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।
ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালনগর, ভেহরি, লোধরান, বাহাওয়ালপুর, মুলতান ও মুজাফফরগড় জেলা।
পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হাই কমিশন বন্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে।
এদিকে, চেনাব নদীর পানির স্তর বেড়ে ২৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং খাদ্য ও পশুর খাবার সরবরাহের কাজ চলছে।