যুক্তরাষ্ট্র প্রায় সব ফিলিস্তিনি পাসপোর্টধারীর ভিসা অনুমোদন স্থগিত করেছে। নিউইয়র্ক টাইমস ও সিএনএনের খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের সব দূতাবাস ও কনস্যুলেটকে নির্দেশ দিয়েছে—ফিলিস্তিনি পাসপোর্টধারীদের অধিকাংশ ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করতে।
এই সিদ্ধান্তের ফলে পশ্চিম তীর, গাজা কিংবা বিদেশে বসবাসরত ফিলিস্তিনিরা চিকিৎসা, পড়াশোনা বা ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই কার্যকর হলো এবং এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসাও বাতিল হতে পারে।
তবে এই নিষেধাজ্ঞা অভিবাসী ভিসা বা অন্য দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।