ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইউনিসেফের টিম। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছে সংস্থাটি।
কাবুল অফিসের কর্মকর্তা সালাম আল জানাবি জানান, দুর্গম পাহাড়ি এলাকায় শত শত ঘরবাড়ি ধসে পড়েছে, অনেক এলাকায় যাতায়াত বন্ধ। ইউনিসেফের অগ্রাধিকার স্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা।
রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৮০০ জনের বেশি নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।