আজ মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন। এর আগে সোমবার ইসরাইলি হামলায় প্রাণ হারান আরও ৫৯ জন। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে এক গর্ভবতী নারী ও তার অনাগত সন্তান নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী শহরের বিভিন্ন এলাকায় ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভিযান চালাচ্ছে। নিরাপত্তার অভাবে সাধারণ মানুষ গাজা সিটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও, গাজায় নিরাপদ আশ্রয় বলেও কিছু আর অবশিষ্ট নেই।
গাজা সিটির উত্তরের আবু ইসকান্দার ও জাবালিয়া এলাকায় গোলার আঘাতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, অপুষ্টি ও অনাহারে আরও নয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান সংকটে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। সেখানকার এক অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী, এতে অন্তত পাঁচজন আহত হন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬৩ হাজার ৫৫৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজার ৬৬০ জন।