আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে একইদিনে ভাষণ দেবেন দক্ষিণ এশিয়ার তিন গুরুত্বপূর্ণ নেতা—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ডন পত্রিকার বরাতে জানা গেছে, জাতিসংঘের অস্থায়ী সময়সূচিতে এই তিন নেতার বক্তৃতা একই দিনে নির্ধারিত হয়েছে।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি ওইদিন সকালে বক্তব্য দেবেন, যার পরপরই ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ধারণা করা হচ্ছে, নয়াদিল্লির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামাবাদ সরাসরি জবাব দেওয়ার সুযোগ পাবে। একইদিনে আরও বক্তব্য রাখবেন চীনের প্রেসিডেন্ট ও ইসরাইলের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য দিয়ে থাকেন, তবে এ বছর রাজনৈতিক প্রেক্ষাপটে এই দায়িত্ব পালন করবেন নোবেল বিজয়ী ইউনূস।
পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীর ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারেন। ভারত তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব, সন্ত্রাসবিরোধী অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে জোর দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান যুদ্ধপরবর্তী এই প্রথমবার দুই দেশের শীর্ষ নেতা একইদিনে জাতিসংঘে বক্তব্য রাখছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে।