বর্তমানে ইসরায়েলের কারাগারে অন্তত ১১ হাজার ৪০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা বলে মনে করা হচ্ছে।
সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংস্থা 'হামোকেদ'। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে জানানো হয়, বন্দিদের মধ্যে ৫৬ শতাংশকে আটক রাখা হয়েছে কোনো বিচার বা অভিযোগ ছাড়াই — অর্থাৎ তারা বিচার বহির্ভূতভাবে বন্দি। বাকি ৪৪ শতাংশের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এদের মধ্যে ২ হাজার ৬৭২ জনকে গ্রেফতার করা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।
উল্লেখযোগ্য, গাজায় চলমান আগ্রাসনের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই দুই এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটি।