আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৩,০০০-এর বেশি। তালেবান সরকারের তথ্য অনুযায়ী, শুধু কুনার প্রদেশেই ১,৪১১ জন নিহত এবং ৩,১২৪ জন আহত হয়েছেন। পার্শ্ববর্তী নানগারহারেও প্রাণহানি হয়েছে।
৬ মাত্রার এই ভূমিকম্প রবিবার গভীর রাতে পাকিস্তান সীমান্তসংলগ্ন দুর্গম অঞ্চলে আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জালালাবাদ থেকে ২৭ কিমি দূরে এবং মাত্র ৮ কিমি গভীরে, যা ধ্বংসের মাত্রা বাড়িয়ে দেয়।
জাতিসংঘের মানবিক সংস্থাগুলো বলছে, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খোঁজা চলছে। অনেক দুর্গম গ্রামে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
তালেবান সরকারের দুর্বল প্রস্তুতি ও সীমিত আন্তর্জাতিক সহায়তার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। জাতিসংঘ প্রাথমিকভাবে ৫০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে।
আফগানিস্তান আগে থেকেই ভূমিকম্পপ্রবণ দেশ। ২০২২ ও ২০২৩ সালেও বড় ধরনের ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা যান। এবারও ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।