গাজায় মানবিক সহায়তা ও শান্তির বার্তা নিয়ে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে খারাপ আবহাওয়া কাটিয়ে প্রথম নৌকা যাত্রা শুরু করে। আয়োজকরা জানায়, বিশ্ববাসীর সমর্থন ও প্রতিবাদও এই যাত্রায় যুক্ত হয়েছে।
৪৪টি দেশের প্রায় ২০০ কর্মী, রাজনীতিবিদ ও শিল্পী এতে অংশ নিয়েছেন। রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম, স্প্যানিশ অভিনেতা এদুয়ার্দো ফার্নান্দেজ এবং বার্সেলোনার সাবেক মেয়র আডা কলো।
এদুয়ার্দো বলেন, “প্রতিটি জাহাজ গাজার দিকে মানব মর্যাদার পক্ষের আর্তনাদ।”
গ্রেটা বলেন, “এটা শুধু ফ্লোটিলার যাত্রা নয়, বরং প্রশ্ন—বিশ্ব এখনো নীরব কেন?”
ফ্লোটিলাটি আরও নৌকা ও ৫০০ অংশগ্রহণকারী নিয়ে ইতালি ও তিউনিসিয়া থেকেও যোগ দেবে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি গাজা উপকূলে পৌঁছানো সম্ভব হবে।
গাজায় ইসরায়েলি অবরোধে মানবিক বিপর্যয় চলছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৩ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আর আইসিজিতে চলছে গণহত্যার মামলা।
বার্সেলোনা থেকে স্পষ্ট বার্তা—“ফিলিস্তিন একা নয়, বিশ্ব আর নীরব থাকবে না।”