মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এ অভিযান।
‘অপস বেলাঞ্জা’ নামের এই অভিযানে বুকিত বিনতাং এলাকার তিনটি ব্লকে অভিযান চালানো হয়। টেবিলের নিচে, ছাদে, গুদামে লুকিয়ে থাকা অবস্থায় অনেককে আটক করা হয়। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং জালান নাগাসারি ও জালান সিলনের প্রবেশ ও প্রস্থানের সব পথ বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। অভিবাসন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, মোট ২,৪৪৫ জনকে স্ক্রিন করা হয়, যাদের মধ্যে ৭৭০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। বাকিরা মিয়ানমার, নেপাল, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক।
তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ আনা হয়েছে।