সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, এই তিন দেশের শীর্ষ নেতা একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা, কারণ আপনারা এখন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”
তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে একসঙ্গে উপস্থিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন।
বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজ চীনের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা—বিশ্বকে জানিয়ে দেওয়া যে, তারা কেবল অর্থনৈতিক নয়, সামরিক ও কূটনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের তুলে ধরতে প্রস্তুত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও সিএনবিসি.