Skip to Content

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১১

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০।

মূল ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে আরও অন্তত দুটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। এর মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। এসব পরাঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

ভূমিকম্পের প্রভাব রাজধানী কাবুলেও টের পাওয়া যায়, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, তবে দুর্গম এলাকা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages